দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার তিনটি ইউনিয়নে বৃহস্পতিবার(১৩ জুলাই) দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এক ইউনিয়নে আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং অপরটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন অীফসার ও রিটানিং অফিসার ইদি হোসেন জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন, মাহমুদনগর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল করিম তালুকদার এবং ছিলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাদেক আলী জয়লাভ করেছেন।