আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:৫৯
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর উত্তোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক জেলা আওয়ামী লীগের অর্থায়নে পৌর সভার দিঘুলিয়ায় দরিদ্র নওশের আলীর স্ত্রী মালেকা বেগমের ঘর নির্মাণ কাজের ভিত্তিফলক উম্মোচন করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদ উল্লাহ, সদর

উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ

চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, সাধারণ সম্পাদক এমএ রৌফসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকাশ, মুজিব বর্ষ উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠিকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলায় সরকারি অর্থে ৫৬৪টি, বেসরকারি পর্যায়ে জেলা

আওয়ামী লীগের সহায়তায় ৫০টি, স্থানীয় এমপি, ধনাঢ্য ব্যক্তি, জেলা- উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আরও ১৪৮টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়