দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে আড়াই কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল(৩২) ও কানো মোল্লার ছেলে হরফ আলী(২৩)।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩(টাঙ্গাইল) কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলা উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামালের বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা মজুত ও বিক্রির অপরাধে জামাল ও একই গ্রামের কানো মোল্লার ছেলে হরফ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় র্যাব বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।