আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:০৭

টাঙ্গাইলে ইজিবাইকসহ নিখোঁজ ভাইকে ফিরে পেতে আকুতি

 

দৃষ্টি নিউজ:

নিখোঁজ মো. নাজমুল মিয়া

টাঙ্গাইল সদর থানার পোড়াবাড়ী ইউনিয়নের বড়বেলতা গ্রামের নিখোঁজ মো. নাজমুল মিয়াকে(১৭) ফিরে পেতে আত্মীয়-স্বজনদের করুন আকুতিতে বাতাত ভারি হয়ে ওঠেছে। নাজমুল গত ২৬ আগস্ট দুপুর ১টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর আর ফিরেননি। আট দিন ধরে ইজিবাইক নিয়ে নিখোঁজ রয়েছেন তিনি।


ছোট ভাইকে হারিয়ে বড় ভাইয়ের দুশ্চিন্তার শেষ নেই। তাকে ফিরে পেতে জনসাধারণ ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন নাজমুলের বড় ভাই। ভাইকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৭ আগস্ট টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪৭২, তারিখ-২৭/০৮/২৪ইং) করেছেন নিখোঁজ মো. নাজমুলের বড় ভাই মো. নাজিম উদ্দিন।


জানাগেছে, নিখোঁজ মো. নাজমুল মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। তিনি টাঙ্গাইল শহরে ইজিবাইক চালাতেন। গত ২৬ আগস্ট দুপুর ১টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। সন্ধ্যা ৭টার দিকে তার মোবাইল নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া য়ায়নি। তার সাথে থাকা মোবাইল ফোন ও ইজিবাইকসহ নাজমুল নিখোজঁ হয়ে যায়।

তার পড়নে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর ০১৭০৮০৭৪২৬৯ অথবা ০১৬১৮০৯৮৭৬২।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno