দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে ইয়াবা সহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির উপ-পরিদর্শক মোহাম্মদ শামছুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলার সাবলকুড়া গ্রামের মো. আরফান আলীর ছেলে আল আমিন(২৫), বামনহাটা খাঁ পাড়া গ্রামের মো. ওমর আলী খাঁনের ছেলে আনোয়ার হোসেন(৩৫), বেতুয়া উত্তরপাড়া গ্রামের মুসলিম উদ্দিন আকন্দের ছেলে হিটলুর রহমান (২৮) ও রামপুর গ্রামের হযরত আলীর ছেলে জাহির হোসেন (৩০)। এসময় তাদের কাছ থেকে চারটি প্যাকেটে মোড়ানো ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) উপ-পরিদর্শক মোহাম্মদ শামছুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শহরের ডিজিটাল হীরা সুপার মার্কের্টে অভিযান চালানো হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে আল আমিনের শরীর তল্লাশী করে চারটি প্যাকেটে মোড়ানো ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্য তিন জন তাদের ইয়াবা বিক্রির সহযোগিতা করে আসছেন বলে জানান তিনি। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।