দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনাবাড়ী ব্রিজের কাছে বুধবার(২৬ মে) ভোরে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আক্রামুজ্জামান খান তালুকদারের ছেলে মো. মাসুদ খান তালুকদার(৪০), একই উপজেলার ভাবনাপাড়া গ্রামের মো. গাজী মিয়ার ছেলে মো. জাকির মিয়া(৩০) এবং মো. চান মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন(১৯)।
র্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে গোপনে খবর পেয়ে এক দল র্যাব নাগরপুরের কোনাবাড়ী ব্রিজের কাছে অভিযান চালায়।
এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১১ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের নামে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।