
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল পৌরসভা এলাকায় বৃহস্পতিবার(৯ জুলাই) সকালে অভিযান চালিয়ে ২৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-উত্তর)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে মো. বাবলু(৩৮) ও একই উপজেলার শ্রীফলিয়াটা গ্রামের মৃত আ. কদ্দুছের ছেলে মো. হাবিবুর রহমান(৩৭)।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই জীবন কুমার বিশ্বর্শমা,
এএসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. মোশরেফুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান, মো. মাসুদ রানা, নুর মোহাম্মদ সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম পৌর
এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত দুই ব্যক্তিকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।