দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিককে(৫০) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তিনি টাঙ্গাইল শহরের বড় মসজিদ রোডস্থ প্রয়াত শম্ভু ভৌমিকের ছেলে।
বুধবার(১০ মে) দুপুরে প্রেসবিফ্রিংয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৯ মে) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুলের সামনে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীরে তল্লাসি চালিয়ে এক হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় আরো দুইটি মাদক নিরোধ আইনের মামলা রয়েছে বলেও জানান ওসি।