
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের দেওলা এলাকার নতু মিয়ার ফাঁকা জায়গায় শুক্রবার(১৯ এপ্রিল) দিনগত রাতে অভিযান চালিয়ে ১৪৬পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. রোকন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। মো. রোকন মিয়া(২৩) দেওলা এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান(সহকারী পুলিশ সুপার) জানান, গোপণে সংবাদ পেয়ে টাঙ্গাইল শহরের দেওলা গ্রামের জনৈক নতুমিয়ার ফাঁকা জায়গার পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মো. রোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রোকন দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।
