দৃষ্টি নিউজ:
বাংলাদেশ উপজেলা পরিষদ অফিস সহায়ক অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার ভূঞাপুর উপজেলা পরিষদের অফিস সহায়ক কামরুল হাসানকে সভাপতি ও বাসাইল উপজেলা পরিষদের অফিস সহায়ক বিশ্বজিৎ সরকারকে সাধারণ সম্পাদক করে ২২ সসদ্যের কমিটি ঘোষণা করা হয়।
এরআগে শনিবার (২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম সোহানের নির্দেশনায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন মাহবুব ওই নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি ভূঞাপুরের বাদল শেখ, সহ-সভাপতি ধনবাড়ীর আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক গোপালপুরের ফরমান আলী, সাংগঠনিক সম্পাদক কালিহাতীর আব্দুল হালিম, কোষাধ্যক্ষ নাগরপুরের রুবেল খান, দপ্তর সম্পাদক ধনবাড়ীর সোলাইমান কবির, প্রচার সম্পাদক মধুপুরের আব্দুর রহিম।
টাঙ্গাইলের উপজেলা পরিষদ অফিস সহায়ক অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করেছে।