
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নতুন করে অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তির মধ্যে কোন প্রকার করোনা উপসর্গ নেই। অ্যাম্বুলেন্স চালকের নাম সোনা মিয়া (৩৫)।
তিনি সখীপুর পৌরসভার বাসিন্দা। এছাড়া দেলদুয়ারের আরো একজনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০ জন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ‘আক্রান্ত ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে নিয়মিত ঢাকায় যাতায়াত করতেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার(২৬ এপ্রিল) রাতে তার করোনা পজেটিভ হওয়ার তথ্যটি ঢাকা থকে জানানো হয়েছে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, রোববার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এরমধ্যে নতুন আক্রান্ত অ্যাম্বুলেন্স চালক সখীপুর উপজেলার বাসিন্দা।
এছাড়া জেলার দেলদুয়ার উপজেলার বাসিন্দা এক ব্যক্তি রাজবাড়ীতে করোনা পরীক্ষা করায়। সেখানে তার করোনা পজেটিভ আসে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ জন।
