আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১:১৫
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে একদিনে(গত ২৪ ঘণ্টায়) সর্বোচ্চ ১৩ জনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক দলের নেতা-কর্মী রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে মির্জাপুরে উপজেলার পাঁচ জন, ঘাটাইলে দুজন, মধুপুরে দুজন, গোপালপুরে দুজন, ধনবাড়ীতে একজন এবং বাসাইল উপজেলার একজন রয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে ১৩টি নমুনার পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩ জনে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালটির করোনা আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত মোট ১৩ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় জন এবং সাত জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভালো।

সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে জেলায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়