দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার ৫৫৫পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার(২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, পাঁচচারান গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. দোলন(২৫), করটিয়া ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাদল রহমান(৪০), বেড়াডোমা গ্রামের মো. হযরত আলীর ছেলে জুলকার নাঈম বাবু(৩৫)।
https://www.youtube.com/watch?v=oobgCjqlarM
ওসি মো. সায়েদুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১ ফেব্রুয়ারি) রাতে এক হাজার ৫০০পিস ইয়াবাসহ মো. বাদল রহমান(৪০), নিরালার মোড় এলাকা থেকে ৪০পিস ইয়াবাসহ মোছা. দোলন এবং ১৫পিস ইয়াবাসহ বেড়াডোমা গ্রাম থেকে জুলকার নাঈম বাবুকে গ্রেপ্তার করে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
