আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:৫৫
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে এপার বাংলা ওপার বাংলার কবিদের মিলন মেলা শুরু

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে তিন দিনব্যাপী ৪র্থ বাংলা কবিতা উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে এপার বাংলা ওপার বাংলার চার শতাধিক কবির এক মিলন মেলা বসেছে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বাংলা কবিতা উৎসবের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জলন, জাতীয় পতকা উত্তোলন, জাতীয় সংগীত, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, ভারতের কবি অমৃত মাইতি, সৈয়দ কওসর জামাল, রণজিৎ দাশ, শ্যামল কান্তি দাশ ও বাংলাদেশের কবি আসাদ চৌধুরী, আলী ইমাম, আল মুজাহিদী ও বুলবুল খান মাহবুব।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল। ৪র্থ কবিতা উৎসবের ১ম দিনের দ্বিতীয় অধিবেশনে ছয় পর্বের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়