দৃষ্টি নিউজ:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম পৌরসভার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার লায়লা খানম জানান, টাঙ্গাইল জেলায় মোট ৫৪ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। ছাত্র-ছাত্রীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। সকলের পরীক্ষা ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
https://youtu.be/452W-edjHJk
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
