দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে সোমবার(২৮ আগস্ট) কবিতা পাঠ প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বীরমুক্তিযোদ্ধা মো. বদির উদ্দিন(বাচ্চু ব্যারিস্টার), শামস উদ্দিন ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শিক্ষক রেজাউল করিম, আব্দুল লতিফ, প্রিতিশ চন্দ্র সাহা। অনুষ্ঠানে কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।