আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১০:৫৯
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে পুলিশ লাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি

আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা চায়না, টাঙ্গাইল চেম্বার

অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রির সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসক)

জানে আলম ভূঞা, পুলিশ পরিদর্শক (অ্যাপোলো) মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়