দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠিত জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমপনী ও সদনপত্র বিতরন করা হয়েছে। এ সময় অংশগ্রহণকারী ৫০ জন ছেলে ও মেয়ের মাঝে ২৯জনকে কম্পিউটার ও ২১জনকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হয়েছে।
মঙ্গলবার(২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
[vsw id=”wCIFn2gXM5I” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে আইন বিষয়, কম্পিউটার, সেলাইসহ বিভিন্ন কোর্স বিষয়ে শিক্ষা দেয়া হয়ে। এতে জেলা ১২টি উপজেলার ২০জন ছেলে ও ৩০ মেয়ে অংশ নেয় এবং তাদের প্রত্যেকে সদনপত্র দেয়া হয়।
টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, শহর সমাজসেবা অফিসার ফাতেমাতুজ জোহরা। অনুষ্ঠান পরিচালনা করেন, টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. ফরহাদ হোসেন।