দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম আগামি রোববার(৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
বুধবার(৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষে নবাগত সিভিল সার্জন ডা. এএসএম সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার থেকে জেলা পর্যায়ে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে।
জেলার ১২টি উপজেলার প্রত্যেকটিতে তিনটি করে টিম কাজ করবে। ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে একটি করে কেন্দ্রে করোনা ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন জানান, টিকা প্রয়োগের প্রথম দিন টিকাদান কর্মীদের ভ্যাকসিন(টিকা) দেওয়া হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের টিকা দেওয়া শুরু করা হবে।
এর আগে টাঙ্গাইল জেলার জন্য গত শুক্রবার(২৯ জানুয়ারি) প্রথম পর্যায়ের এক লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানিকারক বেক্সিমকো ফার্মার একজন কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম।
তিনি জানান, ভ্যাকসিন যথা নিয়মে কোল্ডরুমে সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশ, সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের শরীরে প্রয়োগের ক্ষেত্রে নানাদিক বিশ্লেষণসহ স্বাস্থ্য কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।