আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | বিকাল ৪:৫৭
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৭৭ জন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার(২৪ জুলাই) সকালে শহরের দক্ষিণ থানাপাড়ায় হাসান মাহমুদ(৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনাক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হল। তথ্যটি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায়।

এদিকে, জেলার সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান জানান, জেলায় নতুন করে ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫০ জন, কালিহাতীতে ৬ জন, মধুপুরে ৫ জন, গোপালপুর ও ধনবাড়ীতে ৩ জন করে, ভুঞাপুর, ঘাটাইল, বাসাইল ও নাগরপুরে ২ জন করে, দেলদুয়ার ও সখীপুরে একজন করে রয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত এক হাজার ৩৪৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৭৩৮ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৫৫৯ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ৩৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ২৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়