আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৮:৪৭
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭২

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন।

এদিন জেলায় ৭৯১টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭০৬ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন পাঁচ হাজার ৫৯৬ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৬৭ জন। মঙ্গলবার(১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার(১২ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ৭৯১ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ।

জুলাই মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১৩ দিনে দুই হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছে। এছাড়া গত ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জন ও উপসর্গ নিয়ে ৫১ জন সহ মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনা প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে।

জ্বর, ঠান্ডা, কাঁশি থাকলে নমুনা দিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়