দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। এদিন জেলায় নতুন করে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৪৮ দশমিক ৯২শতাংশ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৬৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৮ জন।
এ পর্যন্ত করোনায় ১৮৭ জন মারা গেছে। জেলার হাসপাতালগুলোতে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৯৪৪ জন।