দৃষ্টি নিউজ:
শতভাগ দেশীয় প্রযুক্তি নির্ভর বিড়ি শিল্পকে রক্ষায় বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের বিড়ি শ্রমিকরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের(জাতীয় শ্রমিকলীগ অর্ন্তভূক্ত) উদ্যোগে মঙ্গলবার(২৩ মে) দুপুরে ওই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে জেলা বিড়ি মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. আসলাম মিয়া, শ্রমিক নেতা এসএম মাসুম উল্লাহ খান ও মফিদুল ইসলাম স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কাছে জমা দেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুনিরা সুলতানা স্মারকলিপি গ্রহন করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।