দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্রকে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৮ আগস্ট) টাঙ্গাইলের জেলা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
প্রকাশ, ২০১৪ সালের ১৩ এপ্রিল সকালে ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে লোহার রড ও শাবল দিয়ে মাথায় আঘাত করে কলেজছাত্র রাজনকে নির্মম ভাবে হত্যা করে প্রতিপক্ষ। মেধাবী রাজন ধনবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এ ব্যাপারে রাজনের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে ভূঞাপুর থানায় ১৯ জনকে অভিযুক্ত করে ওইদিন একটি হত্যা মামলা দায়ের করেন।
ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা আবু ওবায়েদ ৭ জন আসামীকে বাদ দিয়ে ১২ জনের নামে চার্জশীট দাখিল করেন। প্রকাশ্য দিবালোকে জন সম্মুখে এমন খুনের ঘটনার ৭ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। ওই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী মুলতান হোসেনের তত্ত্বাবধানে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতে জজ ওয়াহেদুজ্জামান শিকদারের বেঞ্চে মামলাটি রায়ের অপেক্ষায় আছে। গত ১২ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থান শেষে আজ মঙ্গলবার(৮ আগস্ট) রায়ের দিন ধার্য করা হয়েছে।
দন্ডপ্রাপ্তদের মধ্যে বর্তমানে ৮ জন আসামী জেল হাজতে ও ৪ জন পলাতক রয়েছে।
বিস্তারিত আসছে…..