দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে পাঁচদিন ব্যাপী ৬২৬তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার(৮ নভেম্বর) টাঙ্গাইল স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউট জেলা শাখার ব্যবস্থাপনায় মির্জাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
https://youtu.be/q3qFTSVk6cs
কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও স্কাউটের সহ-সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, কমিশনার ওয়াজেদ আলী খান, ট্রেইনার মুনছুর রহমান প্রমুখ।