আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | ভোর ৫:১২
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে কারফিউ ১২ ঘণ্টা শিথিল ॥ জনজীবনে স্বস্তির বাতাস

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী দুস্কৃতকারীদের সহিংসতা দমন করতে জারি হওয়া কারফিউ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

তবে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টা পর্যন্ত সারা জেলায় পুনরায় কারফিউ বলবৎ থাকবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এ আদেশ জারি করেন।


তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার কারফিউ ১২ ঘণ্টা শিথিল করা হয়েছে। কোথাও কোনো গোলযোগ না হলে অর্থাৎ পরিস্থিতির অবনতি না হলে শুক্রবারও(২৬ জুলাই) একই আদেশ দেওয়া হতে পারে।


এদিকে, কারফিউ শিথিল করায় জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশে বাস-ট্রাক সহ সকল প্রকার যানবাহন ছেড়ে গেছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে।

জনগন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সকল অর্থিক প্রতিষ্ঠানে সরকারি নিদের্শনা অনুয়ায়ী সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম চলছে। তবে কারফিউ শিথিল করা হলেও সড়ক-মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব-পুলিশের টহল চলেছে।


অপরদিকে, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছব্দবেশী দুস্কৃতকারীদের সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ১০টি মামলায় এ পর্যন্ত ১৮৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও র‌্যাব টহলে আছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়