আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:০৭
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারীরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার(১৫ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার উপদেষ্টা মো. জয়নাল আবেদীন খান, সভাপতি মো. মজিবর রহমান,

সাধারণ সম্পাদক মো. আ. মোতালিব সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসনে, অর্থ সম্পাদক বাবলু মিয়া, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহীম, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

দাবি মানা না হলে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগামি ১৯ নভেম্বর পর্যন্ত এ কর্মবিরতি চলবে। আগামি ২২ থেকে ২৬ নভেম্বর ২৩ ও ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে।

আগামি ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়