আজ- বুধবার | ১৯ নভেম্বর, ২০২৫
৪ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:০৫
১৯ নভেম্বর, ২০২৫
৪ অগ্রহায়ণ, ১৪৩২
১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে কিন্ডারগার্টেন খোলার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা রোববার(৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ায় টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী ওই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার ১২টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা কাফনের কাপড় ও দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ শাহীন, সদস্য সচিব মো. খায়রুল বাসার, যুগ্ম-আহ্বায়ক হাসান হাফিজুর রহমান, আবীর আহমেদ, দেলদূয়ার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক,

কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সোবহান তালুকদার শুভ, সখীপুর উপজেলা কমিটির সভাপতি শাহীন আল মামুন, বাসাইল উপজেলা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম লোটাস, নাগপুর উপজেলা কমিটির সভাপতি মীর ওবায়েত হোসেন, মির্জাপুর

উপজেলা কমিটির সভাপতি মো. ইসহাক আলী, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি এসএম আব্দুল লতিফ, ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন,

গোপালপুর উপজেলা কমিটির সভাপতি মো. বেলাল উদ্দিন আহমেদ, ভূঞাপর উপজেলা কমিটির সভাপতি মো. নুরুল রহমান সেলিম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইলসহ সারাদেশে প্রায় ৬৫ হাজার কিন্ডার গার্টেন রয়েছে। প্রায় ৮ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় এক কোটি। এসব প্রতিষ্ঠানের জন্য সরকারের কোন অর্থ ব্যয় হচ্ছে না। বরং ৮ লাখ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

৬৫ হাজার বাড়ির মালিক কিন্ডারগার্টেন থেকে বাড়ি ভাড়া পাচ্ছেন। কিন্ডার গার্টেন সেক্টর দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও উন্নয়নে এতবড় অবদানের পরও করোনাকালের দুর্দিনে তাদের পাশে কেউ নেই।

এসময় তারা কিন্ডাগার্টেন সমুহের সংকট ও দুর্দশা নিরসনে দেশেরে কিন্ডারগার্টেন খুলে দেওয়ার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়