দৃষ্টি নিউজ:
বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য অঞ্চল টাঙ্গাইলের(উত্তর ও দক্ষিণ) আওতাধীন শাখার ব্যবস্থাপকদের নিয়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার(১০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল এলেঙ্গা রিসোর্ট কনফারেন্স হলরুমে ওই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। [vsw id=”70dHnWSxwao” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
ঢাকা বিভাগের বিকেবি মহাব্যবস্থাপক ড. মো. লিয়াকত হোসেন মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মোহম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. লিয়াকত আলী, সহকারী ব্যবস্থাপক এমদাদুল হক। এ সময় টাঙ্গাইল জেলার ৩৬টি শাখার ম্যানেজাররা উপস্থিত ছিলেন।