দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক নুরুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকালে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উদ্ভিদ সংগোনিরোধ উইং-এর ভারপ্রাপ্ত পরিচালক আজাহার আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত উপ-পরিচালক আবু আদনান, টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রুহুল আমিন প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।