আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ২:৪৫
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

টাঙ্গাইলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার(৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

 

 

 

 

 

 

এ সময় শিক্ষার্থী ‘রক্ত লাগে রক্ত নিন- আমাদের দাবি মেনে নিন’, ‘দালালি না রাজপথ- রাজপথ রাজপথ’, স্বাস্থ্যখাতের দালালেরা হুশিয়ার সাবধান’ সহ নানা স্লোগান দেয়।

 

 

 

 

 

 

 

অবস্থান কর্মসূচি পালনকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাব্বির, মো. সুজন মিয়া, মালা আক্তার, সোহাগী আক্তার প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

বক্তরা বলেন, প্রায় ১৫ বছর যাবত আমাদের কোন নিয়োগ হয় না। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বেকার হয়ে পড়েছে। এছাড়া অনেকের সরকারি চাকুরির বয়স চলে গেছে। আমারা চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ২০১৭ ও ২০২৩ সালে আন্দোলন করেছি। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে ৫৫দিন ধরে টানা আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ কোন গুরুত্বই দিচ্ছেনা।

 

 

 

 

ম্যাটস্ শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন। ⁠চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ চালু করা। প্রস্তাবিত এলাইড হেল্থ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন। আন্তর্জাতিক মানদন্ড ও বিএম অ্যান্ড ডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়