দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার(৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ উপলক্ষে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, শহর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহাম্মেদ শুভসহ আওয়ামীলীগ এবং বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
