দৃষ্টি নিউজ:

‘টেকসই উন্নয়ন-নবায়নযোগ্য জ্বালানী’- স্লোগানে টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার(১৪ নভেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর জেলা শাখার উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, আইডিইবি’র টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মীর মো. হোসেন চুন্নু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইল সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।