আজ- সোমবার | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৪ ফাল্গুন, ১৪৩১ | সকাল ৭:৪১
১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৪ ফাল্গুন, ১৪৩১
১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন, ১৪৩১

টাঙ্গাইলে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সোমবার(৩০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে ভেকু মেশিন দিয়ে ম্যুরালগুলো ভেঙে উচ্ছেদ করা হয়।

 

 

 

 

 

স্থানীয়রা জানায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশ উত্তেজিত ছাত্র-জনতা ভেঙে ফেলে। সোমবার রাতে তা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

 

 

 

 

বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও সেখানে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ছবি সম্বলিত ছিল। এ রাতে হঠাৎ করে একটি ভেকু মেশিন পৌর উদ্যানের ভেতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়।

 

 

 

 

 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহাম্মেদ জানান, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। তাই এ বিষয়ে কোন কিছু তিনি বলতে পারছেন না।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়