দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির(লাল পতাকা) সক্রিয় সদস্য মো. রাসেল মিয়াকে আটক করেছে র্যাব।
র্যাব-১২’র সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার বীণা রানী দাস জানান, রোববার(১৬ এপ্রিল) গভীর রাতে গোপণ সংবাদে তারা জানতে পারেন সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা একত্রিত হচ্ছে। খবর পেয়ে তারা ওই গ্রামে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা আত্মগোপণে চলে যায়। এ সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির(লাল পতাকা) সক্রিয় সদস্য মো. রাসেল মিয়াকে(২৪) আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত রাসেল ওই গ্রামের সুমার আলীর ছেলে। [vsw id=”NCUWRd_uwNU” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]