
দৃষ্টি নিউজ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বুধবার(৮ এপ্রিল) শহরের গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শহরের ছয়আনি বাজার (মক্কা টাওয়ার) ইসলামী আন্দোলনের জেলা অফিসের প্রধান কার্যলয় থেকে চরমোনাই হুজুরের নির্দেশে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দুই শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি পাঁচ কেজি চাল, পাঁচ কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি লবন এবং সাবান দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের জেলা শাখার সভাপতি খন্দকার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আখিনুর মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ আকরাম আলী, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ আ. কাদের, জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আলী হোসেন শুভ প্রমুখ।