দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে চার দফা দাবিতে অনির্দিষ্টকালে জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা চার দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেয়।
দাবিগুলো হচ্ছে- দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতা সহ এক বছর ইণ্টার্ন শীপ, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, উচ্চ শিক্ষার সুযোগ ইত্যাদি।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. জুবায়ের রহমান বলেন, সারাদেশে সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের ডাক দিয়েছে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয় হবে।
শিক্ষার্থী উম্মে সালমা বলেন, দাবিগুলো মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এসময় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।