আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:০১
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে চার দিনব্যাপী দাবালীগের উদ্বোধন

দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দাবালীগ শুরু হয়েছে।

শনিবার(১১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা লীগের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।


টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, আটলাণ্টা স্টিল অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম তালুকদার মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।


অনুষ্ঠান পরিচালনা করেন- বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সভাপতি কাজী জাকেরুল মওলা।


দাবালীগে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ২০টি দল অংশ গ্রহণ করছে। আগামি ১৪ ডিসেম্বর দাবালীগ শেষ হবে। দাবা লীগের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়