দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার চরখিদির গ্রাম থেকে মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) ১২লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। গ্রেপ্তারকৃত দুলাল রবি দাস(৪৫) ওই এলাকার মৃত শুকলাল রবি দাসের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে র্যাব সদস্যরা সদর উপজেলার চরখিদির গ্রামের দুলাল রবিদাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে ১২লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।