দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে বন্যার্ত পরিবারের মাঝে ওষুধ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামের রাহমানিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ঈদগাঁ মাঠ প্রাঙ্গণে এ পণ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত বড় বাসালিয়া গ্রামের ৫০০ সাধারণ মানুষের মাঝে প্যারাসিটামল, নাপা, বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক, রেনিটিডিন গ্রুপের ওষুধসহ জ্বর ও পানিবাহিত রোগের নানা ওষুধ এবং ঈদ সামগ্রীর সেমাই, চিনি, চিড়া ও গুড়া দুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম ঝলক প্রমুখ।
