দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বুধবার(১ নভেম্বর) সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের ভারপ্রাাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে মনিরুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সালেহ মো. শাফী ইথেন, ইকবাল তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিমুদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক সুমন কবির প্রমুখ।
এ সময় জেলা শ্রমিকদল, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।