দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহর ছাত্রলীগের উদ্যোগে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। গত ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় জঙ্গি হামলায় ছাত্রলীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষ নিহতের প্রতিবাদে শহর ছাত্রলীগ ওই কর্মসূচি পালন করে। পরে জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর ছাত্রলীগ নেতা মীর ওয়াছাদুল হক তানজিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তানভীরুল ইসলাম হিমেল, নেতা আহমেদ লিটন, সেলিম রেজা, এনাম উদ্দিন জর্জ, সাজিদ খান, আল-আমিন, নয়ন, আকাশ প্রমুখ।