আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:৫১

টাঙ্গাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানের অর্জনকে সুসংহত করতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ছাত্র-জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার(৮ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মামুন, সাধারণ সম্পাদক তরুন ইউসুফ, বেসরকারি উন্নয়ন সংস্থা আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, অ্যাডভোকেট খন্দকার রুকুনুজ্জামান, সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি জাকির হোসেন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন, অ্যাডভোকেট সুলায়মান হায়দার টুটুল।


মানববন্ধনে সুজনের পক্ষ থেকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং গণতান্ত্রিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno