আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:০১
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে ছেলেকে হত্যার পর মায়ের আত্মসমর্পন

দৃষ্টি নিউজ:

murder pic copy
টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামে বুধবার(২৯ মার্চ) ভোরে মাদকাসক্ত ছেলে হজরত আলীকে(২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মা হালেমা বেগম (৪৮) পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া জানান, ছেলে হজরত আলী একজন মাদকাসক্ত। তার অত্যাচারে পরিবারে অশান্তি লেগেই থাকতো। বুধবার ভোরে নেশা করে  মাকে ধর্ষণের চেষ্টা করায় হলেমা খাতুন তাকে কুপিয়ে হত্যা করেছে।[vsw id=”W2SWxPOcMfM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান, হজরত আলী নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় মা হালেমা বেগম সম্ভ্রম রক্ষার্থে ঘরে থাকা কুড়াল(কুঠার) দিয়ে কুপিয়ে ছেলে হজরত আলীকে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পন করেছে বলেও জানান ওসি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়