দৃষ্টি নিউজ:
যাদের অপরিসীম বীরত্ব, মহান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে- তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ঋণ অপরিশোধ্য। সেই ঋণ স্বীকারের দায় থেকেই টাঙ্গাইলস্থ এলিট ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় শহরের শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলিট ক্লাবের সভাপতি মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, এলিট ক্লাবের আজীবন সদস্য মো. আব্দুস ছালাম চাকলাদার। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, শহীদুর রহমান শাহজাহান, সাবেক ডেপুটি কমান্ডার খন্দকার আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, এলিট ক্লাবের সাধারণ সম্পাদক অনীক রহমান বুলবুল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।