আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ১১:৫৮
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট চলছে

 টাঙ্গাইল সদর  পৌরসভা  দেলদুয়ার  ঘাটাইল  ধনবাড়ী উপজেলা দল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে ২০২৪-২৫ সালের ফুটবল ফেস্টিভ্যাল জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা(অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। বুধবার(২২ জানুয়ারি) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ওই ফুটবল টুর্নামেণ্টের আয়োজন করে।

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলী ইমাম তপন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সোহেল রানা ও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ।

 

 

 

 

 

 

উদ্বোধনী দিনে বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) উভয় বিভাগে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে দিনের প্রথম খেলায় দেলদুয়ার উপজেলা ২-০ গোলে কালিহাতী উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় টাঙ্গাইল পৌরসভা ফুটবল দল কায়সারের দেওয়া একমাত্র গোলে ঘাটাইল উপজেলাকে এবং দিনের শেষ খেলায় টাঙ্গাইল সদর উপজেলা দলের সুমনের দেওয়া একমাত্র গোলে ধনবাড়ী উপজেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

 

 

 

 

 

বালিকা (অনুর্ধ্ব-১৭) বিভাগে দিনের প্রথম খেলায় দেলদুয়ার উপজেলা দল ৩-১ গোলে কালিহাতী উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের ইলমা, ছোঁয়া ও সোমা এবং বিজিত দলের ছোঁয়া আক্তার গোল করে। দ্বিতীয় খেলায় ঘাটাইল উপজেলা ১-০ গোলে টাঙ্গাইল পৌরসভাকে এবং দিনের শেষ খেলায় ধনবাড়ী উপজেলা ৩-১ গোলে টাঙ্গাইল সদর উপজেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

আগামিকাল ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সখীপুর উপজেলা বনাম মধুপুর উপজেলা এবং বাসাইল উপজেলা বনাম নাগরপুর উপজেলার মধ্যে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা(অনুর্ধ্ব-১৭) ফুটবলারদের নিয়ে আয়োজিত খেলার সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।

 

 

 

 

 

 

 

খেলা পরিচালনায় সহযোগিতা করেন আনিসুর রহমান আলো, রেফারী হারুন অর রশীদ, মাসুদ ভূঁইয়া, সুলতান মাহমুদ, মহিউদ্দিন আহমেদ, এসএম রনি, আমিনুল ইসলাম লিটন, মমিরুল ইসলাম, আফজাল হোসেন রতন, রুবাই হাসান, তৌহিদুল, বাবুল, আবু হায়াত খান নবু।

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়