আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:০৭
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে জাতীয়পার্টির প্রার্থীর গাড়ি বহরে হামলা-ভাঙচুর

দৃষ্টি নিউজ:


জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের প্রার্থী শফিউল্লাহ আল মুনির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। বুধবার(২৬ ডিসেম্বর) বিকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর গাড়ি বহর টাঙ্গাইল শহরের মসজিদ রোডে পৌঁছলে এ হামলার শিকার হয়। হামলায় প্রার্থীর বহনকৃত দুটি গাড়ি ভাঙচুরসহ অন্তত ৫জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জাপা নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
জাতীয় পার্টির(এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিউল্লাহ আল মুনির বলেন, কয়েকদিন যাবত আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের অফিস ভাঙচুর, নেতা-কর্মীদের হুমকি ও মারধর করছে। আমরা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানেয়েও কোন সুফল পাইনি। এরই ধারাবাহিকতায় বুধবারও(আজ) আমার কর্মীদেরকে মারধর, দুটি গাড়ি ভাঙচুর ও ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনার সঠিক বিচার পাব বলে প্রশাসনের প্রতি আমার আস্থা আছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আহাদুজ্জামান মিয়া বলেন, জাতীয় পার্টির দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় ছিনিয়ে নেয়া টাকাগুলো পুলিশি হেফাজতে রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়