দৃষ্টি নিউজ:
‘বই পড়ি, দেশ গড়ি’ -এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার(৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. দেলুয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ৫ ফেব্রুয়ারি তারিখকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসাবে উদ্যাপন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণি হিসেবে ঘোষণা করেছে। এ বছর থেকে এই দিবসটি প্রতিবছর পালন করা হবে।