দৃষ্টি নিউজ:
‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সরকারি গ্রন্থাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোশারফ হোসেন খান।
দিবসের প্রতিপাদ্যের আলোকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাদিয়া মাহবুব, ল্যাব-এর ঢাকা বিভাগীয় সহ-সভাপতি বাবর আলী তালুকদার, ব্র্যাক প্রতিনিধি মনির হোসাইন, কালিহাতীর বল্লা সাধারণ পাঠাগারের সভাপতি মো. শওকত আশরাফী, ঘাটাইলের মির্জা নন্দিনী শেখ হাসিনা গণগ্রন্থাগারের সভাপতি রাসেল খান, ভূঞাপুরের অনুসন্ধান সাধারণ পাঠাগারের সভাপতি আব্দুল বাছেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার গণগ্রন্থাগার- সাধারণ পাঠাগারের ব্যানারে কর্মকর্তা, পাঠক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।