দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সন্তান শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ নির্মাতাসহ মোট ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ বিজয়ী রিয়াজুল রিজুকে আজ বুধবার(১৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে প্রেসক্লাবের বঙ্গবন্ধু (ভিআইপি) অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যাভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিনের সভাতিত্বে বিশেষ অতিথি থাকবেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জামিলুর রহমান মিরন, নাট্যকার মাসুম রেজা, নাট্যাভিনেতা ও নির্দেশক সালাহউদ্দিন লাভলু ও সাহেদ শরিফ খান।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।